আবু সায়িদ আল-খুদরী

আবু সাইদ সাদ বিন মালিক বিন সিনান আল-খুদরি (১০ হিজরীপূর্ব - ৭৪ হিজরি; তথা প্রায় ৬১২ খৃস্টাব্দ-৬৯৬ খৃস্টাব্দ( ছিলেন তরুণ সাহবি এবং মুহাম্মদের অধিক হাদিস বর্ণনাকারীদের একজন।

আবু সাইদ আল-খুদরী
ব্যাক্তিগত তথ্য
নামসাদ বিন মালিক বিন সিনান
জন্ম১০ হিজরি পূর্ব (প্রায় ৬১২ খৃস্টাব্দ)

ইয়াসরিব
মৃত্যু৭৪ হিজরি (প্রায় ৬৯৬ খৃস্টাব্দ)

মদিনা
সমাধিজান্নাতুল বাকি 
নাগরিকত্বখুলাফায়ে রাশেদীন

উমাইয়া খিলাফাত 
উপনামআবু সাইদ
সন্তান
আবদুর রাহমান বিন আবু সাইদ আল-খুদরী
পিতামালিক বিন সিনান
আত্মীয়বৈপিত্রেয় ভাই:

কাতাদাহ বিন নু’মান

কর্মজীবন
বংশআল-খুদরী, আল-খাযরাজী, আল-আনসারী
বর্ণিত হাদিস-সংখ্যা১১৭০
পেশামুহাদ্দিস،  সৈনিক 
সামরিক সেবা↵
যুদ্ধে অংশগ্রহণখন্দকের যুদ্ধ , বানু মুস্তালিকের যুদ্ধ ও বায়াতে রিদওয়ান

আবু সাইদ সাদ বিন মালিক বিন সিনান বিন ছা’লাবাহ বিন উবাইদ বিন আল-আবজার খাদরাহ বিন আওফ বিন আল-হারিস বিন আল-খাজরাজ মুহাম্মদ সা. এর ইয়াসরিবে হিজরত করার দশ বছর আগে জন্মগ্রহণ করেন। [১] তার পিতা মালিক বিন সিনান একজন সাহাবি ছিলেন । তিনি উহুদ যুদ্ধে শহিদ হয়েছিলেন। [২] আবু সাইদ খুদরি রা. এর বৈপিত্রেয় ভাই কাতাদা বিন নু’মান বদর যুদ্ধে শহিদ হন ।[১] আবু সাইদ আল-খুদরি তিন হিজরিতে উহুদের যুদ্ধে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন । কিন্তু মুহাম্মদ সা. তার অল্প বয়সের কারণে সেদিন তাকে প্রত্যাখ্যান করেছিলেন। [৩] তবে তারপরে তিনি খন্দকের যুদ্ধে [৪] এবং বনি আল-মুস্তালিকের যুদ্ধ [১] এবং নবী মুহাম্মদের সাথে আরও দশটি যুদ্ধে অংশগ্রহণ করেন । [৩] [৪] এবং তিনি বাইয়তে রিদওয়ানেও অংশগ্রহণ করেন। [১]

আবু সাইদ আল-খুদরি ৭৪ হিজরিতে মারা যান [১] [৩] এবং তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। [৪]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)২০২৪ কোপা আমেরিকারবীন্দ্রনাথ ঠাকুরচন্দ্রবোড়াকোপা আমেরিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাংলাদেশফিফা বিশ্ব র‌্যাঙ্কিংশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলাম২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপউয়েফা ইউরো ২০২৪ব্রাজিল জাতীয় ফুটবল দলসুন্দরবনলালনতরুণ রাম ফুকনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমিয়া খলিফাছয় দফা আন্দোলনমুজিবনগরশিল্প বিপ্লবভূমি পরিমাপউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাওম বিড়লাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসাইবার অপরাধবাংলাদেশের সাপের তালিকা২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এবাংলা বাগধারার তালিকাআবহাওয়ারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)শাকিব খানবাংলা ভাষাআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা