আয়ার হ্রদ

অস্ট্রেলিয়ার হ্রদ

আয়ার হ্রদ (/ɛər/ AIR), দাপ্তরিকভাবে কাটি থান্ডা-লেক আয়ার,[১];ইংরেজি: Lake Eyre) অস্ট্রেলিয়ার দক্ষিণে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত পানির হ্রদ। ঊষর অঞ্চলে অবস্থিত হ্রদটি প্রায়ই শুকনো থাকে। মূলত বর্ষাকালেই এতে পানি সঞ্চিত হয় এবং তখন এটি মধ্য অস্ট্রেলিয়ার এক বিরাট অঞ্চলের পানি নিষ্কাশনস্থল হিসেবে কাজ করে। হ্রদটি উত্তর আয়ার হ্রদ ও নিম্ন আয়ার হ্রদের সমন্বয়ে গঠিত, এবং এই দুইটিকে গয়ডার চ্যানেল সংযুক্ত করেছে। হ্রদটির আয়তন প্রায় ৯,৩০০ বর্গকিমি। এটি সমুদ্র সমতলের ১৬ মিটার নিচে অবস্থিত এবং এটিই অস্ট্রেলিয়ার নিম্নতম বিন্দু। হ্রদটিকে ব্রিটিশ পর্যটক এডওয়ার্ড জন আয়ারের নামে নামকরণ করা হয়েছে। আয়ার ১৮৪০ সালে হ্রদটি আবিষ্কার করেন।

উপগ্রহ থেকে তোলা আয়ার হ্রদের ছবি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "New name adopted for outback Lake Eyre"ABC News। ফেব্রুয়ারি ২৪, ২০১৯। সংগ্রহের তারিখ মার্চ ২৮, ২০২৩  অজানা প্যারামিটার |orig-date= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়া২০২৪ কোপা আমেরিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরব্রাজিল জাতীয় ফুটবল দলবাংলাদেশকোপা আমেরিকাফিফা বিশ্ব র‌্যাঙ্কিংশেখ মুজিবুর রহমানআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলক্লিওপেট্রাকাজী নজরুল ইসলামএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশের সাপের তালিকাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতরুণ রাম ফুকনছয় দফা আন্দোলনউয়েফা ইউরো ২০২৪বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ২০২১–২২ আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফররাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)সুন্দরবনমিয়া খলিফাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভূমি পরিমাপবাংলা ভাষাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলআফগানিস্তানলালনশাকিব খানবাংলা ভাষা আন্দোলনবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ভারতআবহাওয়াপদ্মা সেতু