ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন

ইন্দোনেশিয়ার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইন্দোনেশীয়: Persatuan Sepakbola Seluruh Indonesia, ইংরেজি: Football Association of Indonesia; এছাড়াও মাঝেমধ্যে সর্ব-ইন্দোনেশীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংক্ষেপে আইএফএ নামে পরিচিত) হচ্ছে ইন্দোনেশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[২] এটি প্রতিষ্ঠার ২২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।

ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯ এপ্রিল ১৯৩০; ৯৪ বছর আগে (1930-04-19)[১]
সদর দপ্তরজাকার্তা, ইন্দোনেশিয়া
ফিফা অধিভুক্তি১৯৫২[১]
এএফসি অধিভুক্তি১৯৫৪
সভাপতিইন্দোনেশিয়া মোচামাদ ইরিয়াওয়ান
সহ-সভাপতি
  • ইন্দোনেশিয়া ইওয়ান বোয়েদিয়ান্তো সোয়েনারিয়ো
  • ইন্দোনেশিয়া কুকু সুমান্ত্রি
ওয়েবসাইটwww.pssi.org

এই সংস্থাটি ইন্দোনেশিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা ১, লিগা ২ এবং ইন্দোনেশীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মোচামাদ ইরিয়াওয়ান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইউনুস নুসি।

কর্মকর্তা

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থাননাম
সভাপতিমোচামাদ ইরিয়াওয়ান
সহ-সভাপতিইওয়ান বোয়েদিয়ান্তো সোয়েনারিয়ো
কুকু সুমান্ত্রি
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকইউনুস নুসি
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকমুহাম্মদ বিমা বাইখাকি
প্রযুক্তিগত পরিচালকএকো রহমোওয়ান্তো
ফুটসাল সমন্বয়কারীইন্দ্রা জাফরি
জাতীয় দলের কোচ (পুরুষ)এধি উইনারনো
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারীআন্দেস লেস্তিয়ান্তো

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "History of PSSI" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়া২০২৪ কোপা আমেরিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরব্রাজিল জাতীয় ফুটবল দলবাংলাদেশকোপা আমেরিকাফিফা বিশ্ব র‌্যাঙ্কিংশেখ মুজিবুর রহমানআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলক্লিওপেট্রাকাজী নজরুল ইসলামএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশের সাপের তালিকাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতরুণ রাম ফুকনছয় দফা আন্দোলনউয়েফা ইউরো ২০২৪বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ২০২১–২২ আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফররাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)সুন্দরবনমিয়া খলিফাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভূমি পরিমাপবাংলা ভাষাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলআফগানিস্তানলালনশাকিব খানবাংলা ভাষা আন্দোলনবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ভারতআবহাওয়াপদ্মা সেতু