জেনডেয়া

মার্কিন অভিনেত্রী, গায়িকা এবং নৃত্য শিল্পী

জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান (জন্ম সেপ্টেম্বর ১, ১৯৯৬),[৩] যাকে সবাই একনামে জেনডেয়া (/zɛnˈd.ə/) বলে চিনেন, একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা এবং নৃত্য শিল্পী। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডিজনি চ্যানেল এর হাস্যরসাত্মক ধারাবাহিক শেইক ইট আপে রকি ব্লু চরিত্রে অভিনয় করেছেন। তাকে তিনটি বৈশিষ্ট্যমণ্ডিত চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়, এবং একটি টেলিভিশন চলচ্চিত্র ফ্রেনেমাইসএ হ্যালি ব্রান্ডন হিসেবে মূল ভূমিকায় অভিনয় করেন। তাকে পূর্ণাঙ্গভাবে তার কন্ঠ দিতে দেখা যায়পিক্রি হলোও গেমস নামে একটি সংক্ষিপ্ত চলচ্চিত্রে। তাকে বেড লাক চার্লি নাটকে রকি ব্লু চরিত্রে দেখা যায় এবং "গুড লাক চার্লি" এবং "শেইক ইট আপ" এল সমম্বিত শিরোনামে চার্লি শেইকস ইট আপের পর্বেও একই নামে অভিনয় করতে দেখা যায়। তাকে তার নিজ চরিত্রে প্রান্ক স্টারস্এর "ওয়াক দ্য প্রান্ক" পর্বে দেখা যায়, এবং এ.এন.টি ফার্ম নামক হাস্যরস অনুষ্ঠানের "ক্রয়েটিভ কন্সাল্টএএনটি" পর্বে সিকোওয়া জোনেস চরিত্রে দেখা যায়, এবং সর্বশেষ স্পাইডার-ম্যান: হোমকামিং চলচ্চিত্রে মিশেলি "এমজে" চরিত্রে অভিনয় করতে তাকে দেখা গিয়েছিল।জেনডেয়া ২০১২ সালের ৮ই আগস্ট হলিউড রেকর্ডের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হন, এবং ২০১২ সালের ১২ই আগস্ট থেকে তার প্রথম আত্মপ্রকাশকারি অ্যালবামের জন্য গান রেকর্ড করা শুরু করেন। তিনি একটি একক প্রকাশ করেন যার নাম "সোয়েগ ইট আউট", এর পর "ওয়াচ মি"নামে আরেকটি একক প্রকাশ করেন যেখানে তার সাথে কন্ঠ দেন বেলা থ্রোন, যে একটি অ্যালবাম ব্রেক ইট ডাউন এ স্থান পায়। ২০১২ সালের ২০শে মার্চে জেনডেয়া "সামথিং ট্যু ড্যান্স ফর" গানটি সেইক ইট আপ: লিভ ট্যু ড্যান্স সাউন্ডট্রাকের জন্য প্রচারমূলক একক হিসেবে প্রকাশ করেন।

জেনডেয়া
Zendaya in Hollywood California - June 2019
জন্ম
জেনডেয়া মারে স্টোয়েরর্মার চোলেমান [১]

(1996-09-01) সেপ্টেম্বর ১, ১৯৯৬ (বয়স ২৭)
পেশা
  • অভিনেত্রী
  • নৃত্যশিল্পী
  • মডেল
কর্মজীবন২০০৯–বর্তমান
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
  • কন্ঠ
  • পিয়ানো
লেবেল
ওয়েবসাইটzendaya.com
স্বাক্ষর

প্রারম্ভের জীবন

সম্পাদনা

জেনডেয়া মারে স্টোয়েরর্মার চোলেমান এর জন্ম হয় ১৯৯৬ সালের ১লা সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের, ক্যালিফোর্নিয়া রাজ্যের অকল্যান্ড শহরে, এবং তিনি তার মাতা-পিতা ক্লারি মারে(স্টোয়েরর্মার) এবং কাযেম্বি আজামু (জন্ম স্যামুয়েল ডেভিড চোলেমান) এর একমাত্র সন্তান, কিন্তু তার আরো ৫ জন সহোদর আছে কিন্তু সেটি তার বাবার দ্বিতীয় সংসারের। [৪] তার বাবা একজন আফ্রিকান-অামেরিকান, সাথে আদি আরকানাসাস হিসেবে, যা স্থানীয় আমেরিকান উপজাতি হিসেবে পরিচিত, তার মা শ্বেতাঙ্গ এবং তিনি জার্মান এবং স্কটিশ বংশধর। [১][৪] জেনডেয়া নিদিষ্ট করেন যে, তার নামের অর্থ হল "ধন্যবাদ জানানো" যেটি সোনা ভাষা থেকে এসেছে, বান্টু ভাষা জিম্বাবুয়ের সোনা জাতির সাথে সহজাত মিল রয়েছে।[৫] জেনডেয়া ক্যালিফোর্নিয়ার কাছে অরিন্ডাতেক্যালিফোর্নিয়া সেকসপিয়ার থিয়েটারে অভিনয় আংশিক শিল্পী হিসেবে অভিনয় করে বড় হন, সেখানে তার মা থিয়েটারের হাউজ ম্যানাজার হিসেবে চাকুরি করতেন তা ছাড়াও থিয়েটারের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ কনসার্টারি প্রোগ্রামেও কাজ করতেন। [৬] তাকে অনেক মঞ্চ প্রযোজনায় দেখা গিয়েছিল যখন তিনি অকল্যান্ড স্কুল ফর দ্য আর্টসে পড়তেন, তাকে বার্কলিস প্লেহাউসের ওয়ান্স অন দিস আইল্যান্ড নামক মঞ্চ-নাটকে লিটল টি মওনি ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, এবং পালো আল্টোস থিয়েটারওয়ার্কসে ক্যারলিন, অর চেন্জ নামক মঞ্চায়নে পুরুষ চরিত্রের আবির্ভূত ভূমিকায় জো নামে অভিনয় করেন। [৭]তিনি আমেরিকান কন্সারভেটোরি থিয়েটারে ক্লারকিস সংগীত শিক্ষালয় অনুক্রমে পড়েছিলেন। [৮] তার অন্য সুনাম-মণ্ডিত মঞ্চায়নের মধ্যে উইলিয়াম শেকসপিয়রের রিচার্ড III, টুয়েল্ফত নাইট, এবং এজ ইউ লাইক ইট অন্যতম। [৯]

পারিবারিক জীবন

সম্পাদনা

জেনডেয়া ফিউচর সক অকল্যান্ড নামে একটি নাচের দলের সাথে তিন বছর সময় অতিবাহিত করেছেন। এই দলটি হিপ হপ এবং হুলা নাচ করত, তখন তার বয়স ছিল ৮ বছর।[১০][১১][১২] তার কৌতূহল গুলোর মধ্যে ছিল নাচা, গান গাওয়া এবং কাপড়ের নকশা করা। জেনডেয়ার শৈশবকাল থেকে মিডনাইট নামে একটি পোষা কুকুর ছিল, মিডনাইট ২০১৫ সালে মারা যায়।[১৩] পরে ওই বছরের শেষ ভাগে তিনি একটি নতুন কুকুর পুষতে শুরু করেন, তিনি সেটির নাম দেন মুন লাইট, সেটি তার সাবেক ছেলে বন্ধু তাকে উপহার হিসেবে দিয়েছিল।[১৪] এ ছাড়াও তিনি একজন নিরামিষভোজী। [১৫] জেনডেয়া বর্তমানে ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরে বসবাস করছেন, এবং সেখানে তিনি একটি বাড়ির মালিক, যার দাম বর্তমানে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার।[১৬]

চলচ্চিত্র সমূহ

সম্পাদনা
চলচ্চিত্র ভূমিকা
বছরশিরোনামভূমিকাব্যাখ্যা
২০১৩সুপার বাডিস্ললিপপকন্ঠ ভূমিকায়
২০১৭স্পাইডার-ম্যান: হোমকামিংমিশেলি "এমজে" জোনেস। [১৭]
২০১৭দ্য গ্রেটেস্ট সোম্যানএ্যানি উইলারদৃশ্য-ধারণ পরবর্তী কাজ চলছে[১৮]
টেলিভিশন ভূমিকা
বছরটাইটেলভূমিকাব্যাখ্যা
২০১০–২০১৩সেইক ইট আপরকি ব্লুমূল ভূমিকা
২০১১গুড লাক চার্লিরকি ব্লুপর্ব: "চার্লি সেইকস ইট আপ"
২০১১প্রান্ক স্টারসনিজ চরিত্রেপর্ব: "ওয়াক দ্য প্রান্ক"
২০১১পিক্সি হোলোও গেমসফার্নকন্ঠ ভূমিকা
২০১২এ.এন.টি ফার্মসেকুয়া জোনেসপর্ব: "ক্রিয়েটিভ কন্সাল্টএএনটি"
২০১২ফ্রেনেমিসহ্যালি ব্রানডনটেলিভিশন চলচ্চিত্র
২০১৩ড্যান্সিং উইথ দ্য স্টারসনিজ চরিত্রে/প্রতিযোগীসিজন ১৬
২০১৪জেপ্টডযোয়ী স্টিভেন্সটেলিভিশন চলচ্চিত্র
২০১৫–বর্তমানকে.সি-আন্ডারকভারকে.সি. কুপারমূল ভূমিকা; সহযোগী-প্রযোজক[১৯]
২০১৫ব্লাক-ইশরাশিদাপর্ব: "ডেডিস্ ডে"[২০]
২০১৭ওয়াক দ্য প্রান্কনিজ চরিত্রেপর্ব: "কে.সি-আন্ডারকভার সংস্করণ"[২১]

ডিস্কোগ্রাফী

সম্পাদনা

কনসার্টের সফর সমূহ

সম্পাদনা

পুরস্কার এবং মনোনয়ন সমূহ

সম্পাদনা
সালপুরস্কারবিভাগকাজফলাফলউদ্ঘাত।
২০১১ইয়ং আর্টিস্ট এওয়ার্ডসটিভি ধারাবাহিকের অভিনীত অসাধারণ তরুন দল
( সাথে, বেলা থ্রোন, ডেভিস ক্লেভল্যান্ড, রশোন ফেগান, এড্যাম আইরিগোয়েন, কেন্টন ডিউটি এবং করোলিন সানশাইন)
সেইক ইট আপমনোনীত[২২]
২০১২ইয়ং আর্টিস্ট এওয়ার্ডটিভি ধারাবাহিকে সেরা অভিনয়কারী – প্রধান মুখ্য অভিনেত্রীমনোনীত[২৩]
ইয়ং আর্টিস্ট এওয়ার্ডটিভি ধারাবাহিকের অভিনীত অসাধারণ তরুন দল>( সাথে, বেলা থ্রোন, ডেভিস ক্লেভল্যান্ড, রশোন ফেগান, এড্যাম আইরিগোয়েন, কেন্টন ডিউটি এবং করোলিন সানশাইন)মনোনীত[২৩]
এনএসিপি ইমেজ এওয়ার্ডছোটদের/কৈশরদের ধারাবাহিকে অথবা বিশেষ ধারাবাহিকে অসারারণ অভিনয়মনোনীত[২৪]
২০১৩ইয়ং আরটিষ্ট এওয়ার্ডসছোট পর্দার চলচ্চিত্রে সেরা অভিনয়, ছোট ধারাবাহিক, বিশেষ অথবা পরীক্ষামূলক - মুখ্য তরুণ অভিনেত্রীফ্রেনেমাইসমনোনীত[২৫]
রেডিও ডিজনি মিউজিক এওয়ার্ডসসেরা গানের ভিডিও"ফেশন ইজ মাই ক্রিপ্টোনাইট"মনোনীত
২০১৪টিন চয়েস এওয়ার্ডসসংগীত বাছাই: আবির্ভূত তারকানিজ চরিত্রেমনোনীত[২৬]
টিন চয়েস এওয়ার্ডসকেডিস স্টাইল আইকননিজ চরিত্রেবিজয়ী[২৬]
রেডিও ডিজনি মিউজিক এওয়ার্ডসসেরা শৈলীনিজ চরিত্রেবিজয়ী[২৭]
২০১৫টিন চয়েস এওয়ার্ডসছোট পর্দা অভিনেত্রী বাছাই: হাস্যরসকে.সি. আন্ডারকভারমনোনীত
রেডিও ডিজনি মিউজিক এওয়ার্ডসসেরা শৈলীনিজ চরিত্রেমনোনীত[২৮]
২০১৬রেডিও ডিজনি মিউজিক এওয়ার্ডসসেরা শৈলীনিজ চরিত্রেমনোনীত[২৯]
কিডস চয়েস এওয়ার্ডসছোট পর্দার প্রিয় বালিকা তারকা – কিডস শোK.C. Undercoverবিজয়ী[৩০]
২০১৭কিডস চয়েস এওয়ার্ডসছোট পর্দার প্রিয় বালিকা তারকাবিজয়ী[৩১]
Teen Choice Awardsটেলিভিশন অভিনেত্রী বাছাই: হাস্যরসমনোনীত[৩২]
সামার চলচ্চিত্র অভিনেত্রী বাছাইস্পাইডার-ম্যান: হোমকামিংবিজয়ী[৩৩]
চলচ্চিত্রের আবির্ভূত তারকা বাছাইমনোনীত[৩৩]
নগন্য বাছাইনিজ চরিত্রেমনোনীত[৩৩]
শৈলী ব্যক্তিত্য বাছাইনিজ চরিত্রেমনোনীত[৩৩]
সুন্দর বাছাই বালিকানিজ চরিত্রেমনোনীত[৩৩]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ২০২৪ কোপা আমেরিকারবীন্দ্রনাথ ঠাকুরচন্দ্রবোড়াআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলাদেশতরুণ রাম ফুকনকোপা আমেরিকাউয়েফা ইউরো ২০২৪কাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানদ্রৌপদী মুর্মুএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মিয়া খলিফাকল্কি ২৮৯৮ এডিসরকারলালসালু (উপন্যাস)রাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)শাকিব খানভূমি পরিমাপব্রাজিল জাতীয় ফুটবল দলছয় দফা আন্দোলনসিরাজউদ্দৌলাভারতফিফা বিশ্ব র‌্যাঙ্কিংবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলাদেশ রেলওয়েইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআবহাওয়াবাংলা ভাষাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবাংলাদেশের সাপের তালিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধপ্রভিডেন্স স্টেডিয়াম