ওয়াল্টার অ্যালেন জেনকিন্স

(ডাব্লিউ. এ. জেনকিন্স থেকে পুনর্নির্দেশিত)

ওয়াল্টার অ্যালেন জেনকিন্স (১ এপ্রিল ১৮৯১ – ২৬ সেপ্টেম্বর ১৯৫৮) ছিলেন একজন ইংরেজ শিক্ষাবিদ। তিনি ১৯৫৩-১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১] তিনি ২৬ সেপ্টেম্বর ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন।

ওয়াল্টার অ্যালেন জেনকিন্স
Walter Allen Jenkins
নটর ডেম কলেজে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেনকিন্স
৭ম উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
৯ নভেম্বর ১৯৫৩ – ৮ নভেম্বর ১৯৫৬
পূর্বসূরীসৈয়দ মোয়াজ্জেম হোসেন
উত্তরসূরীমোহাম্মদ ইব্রাহিম
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯১-০৪-০১)১ এপ্রিল ১৮৯১
রথারহ্যাম, দক্ষিণ ইয়র্কশায়ার, ইংল্যান্ড
মৃত্যু২৬ সেপ্টেম্বর ১৯৫৮(1958-09-26) (বয়স ৬৭)
জাতীয়তাব্রিটিশ
প্রাক্তন শিক্ষার্থীশেফিল্ড বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পেশাএকাডেমিক প্রশাসক, পদার্থবিজ্ঞানের অধ্যাপক

শিক্ষা

সম্পাদনা

জেনকিন্স লন্ডনের এমানুয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ১৯২৫ সালে শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.এস.সি. ডিগ্রি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে লেগাম ডক্তর ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন

সম্পাদনা

জেনকিন্স ১৯১৬ সালে ভারতীয় শিক্ষা পরিষেবায় যোগ দেয়ার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি ঢাকা কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগ প্রধান হিসাবে যোগদান করেন।[১] ১৯২৬ সালে, তিনি বঙ্গ সরকারের বিশেষ অফিসার হিসাবে নিযুক্ত হন এবং ১৯৩৩ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের বিদ্যালয়গুলির বিভাগীয় পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন।

জেনকিন্স ১৯৪৫-৪৭ সাল পর্যন্ত বঙ্গ সরকারের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।[১]

জেনকিন্স ১৯৪৯-১৯৫৩ পর্যন্ত নর্থ স্ট্রাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় কলেজের (পরে যা কেলে বিশ্ববিদ্যালয় হয়) প্রথম রেজিস্ট্রার ছিলেন। তিনি ১৯৫৩ সালের নভেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে যোগদান করেন।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মুয়ায্‌যম হুসায়ন খান (২০১২)। "জেঙ্কিন্স, ওয়াল্টার অ্যালেন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ কোপা আমেরিকাবিশেষ:অনুসন্ধানবিধানচন্দ্র রায়তুফান (২০২৪-এর চলচ্চিত্র)রবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকোপা আমেরিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলদক্ষযজ্ঞকাজী নজরুল ইসলামসিরাজউদ্দৌলামীর জাফর আলী খানবাংলাদেশশেখ মুজিবুর রহমানসাঁওতাল বিদ্রোহফিফা বিশ্ব র‌্যাঙ্কিংসরকারলালসালু (উপন্যাস)বিরাট কোহলিব্রাজিল জাতীয় ফুটবল দলছয় দফা আন্দোলন২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসিধু কানুএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)উয়েফা ইউরো ২০২৪বাংলা ভাষা আন্দোলনআবহাওয়ারোহিত শর্মারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়াকল্কি ২৮৯৮ এডিআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতামিয়া খলিফাপলাশীর যুদ্ধসাইবার অপরাধপহেলা বৈশাখ