প্রথম আল-ওয়ালিদ

উমাইয়া খলিফা

আবুল আব্বাস আল ওয়ালিদ ইবনে আবদুল মালিক ইবনে মারওয়ান (আরবি: الوليد بن عبد الملك) বা প্রথম আল ওয়ালিদ (৬৬৮ – ২৩ ফেব্রুয়ারি ৭১৫) ছিলেন একজন উমাইয়া খলিফা। তিনি মদিনায় জন্ম গ্রহন করেন। ৭০৫ থেকে শুরু করে ৭১৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি খলিফার পদে আসীন ছিলেন। তিনি জামে উমাইয়ামসজিদ প্রতিষ্ঠা করেন, তার পিতার খলিফা আব্দুল মালিকের পর খলিফা হন, তিনি নাহুর শিক্ষা করার চেষ্টা করেন কিন্তু আয়ত্ত করতে পারেননি, তার পিতার শাসনামলে বাইজেন্টাইন সাম্রাজ্যে আক্রমণ চালান, বলা হয়- তিনি প্রতি তিন দিনে কুরআন শরিফ খতম করতেন। তিনি রমজান মাসে সতেরো খতম কুরআন পড়তেন। তিনি বলতেনঃ যদি লুত সম্প্রদায়ের কথা আল্লাহ কুরআনে উল্লেখ না করতেন, আমি বিশ্বাস করতাম না কেউ এমন কিছু করতে পারে। আবি আবলা বলেনঃ "আল্লাহ ওয়ালিদকে রহম করুন, ওয়ালিদের মতো আর কে আছে!" [২]তার শাসনামলে খিলাফত তার বৃহৎ বিস্তৃতি প্রত্যক্ষ করে। এসময় মাওয়ারাননহর, সিন্ধু, হিস্পানিয়াবাইজেন্টাইনদের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়।

আল ওয়ালিদ ইবনে আবদুল মালিক
الولید بن عبدالملك
উমাইয়া রাজবংশের ৬ষ্ঠ খলিফা
দামেস্কের উমাইয়া খলিফা
রাজত্ব৭০৫–৭১৫
পূর্বসূরিআবদুল মালিক ইবনে মারওয়ান
উত্তরসূরিসুলাইমান ইবনে আবদুল মালিক
জন্ম৬৬৮
মদিনা মুনাওয়ারা
মৃত্যু৭১৫
দামেশক, শাম
সমাধি
বাবে সগির, দামেশক
দাম্পত্য সঙ্গীউম্মুল বানিন বিনতে আব্দুল আজিজ
বংশধরআব্দুল আজিজ
আব্বাস
ইব্রাহিম
ইয়াজিদ
বিশর
ওমর
পূর্ণ নাম
আল ওয়ালিদ ইবনে আবদুল মালিক
প্রাসাদবনু আবদ শামস
রাজবংশউমাইয়া
পিতাআবদুল মালিক ইবনে মারওয়ান
মাতাওয়ালিদা বিনতে আব্বাস[১]
ধর্মসুন্নি মুসলমান

তার বংশ পরিচয়

সম্পাদনা

তিনি হচ্ছেনঃ আল ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ান বিন হাকাম বিন আবুল আস বিন উমাইয়া বিন আব্দে শামস বিন আবদে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফিহর বিন মালেক বিন নজর বিন কিনানা।[৩]

আবদে মানাফে গিয়ে তার সাথে রসুল সাঃ এর বংশ মিলে যায়।

তার মাতার দিক থেকে বংশ পরিচয়ঃ ওয়ালাদা বিনতে আব্বাস বিন হুজুন বিন জুহাইর বিন জাজিমা বিন রাওয়াহা।

খেলাফত দায়িত্বভার গ্রহন

সম্পাদনা

তার পিতা খলিফা আব্দুল মালিকের সময় থেকেই তার জন্য বাইয়াত নেয়া হয়, অতঃপর তার পিতা ৮৬ হিজরি মোতাবেক ৭০৫ সালে মারা গেলে তিনি খেলাফত দায়িত্বভার গ্রহন করেন। তার পিতা তার জন্য সকল বিদ্রোহ অপসারণ করে স্থির এক রাষ্ট্র রেখে যান, এবং তিনি এর যথাযথ মূল্যায়ন করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dr. Eli Munif Shahla, "Al-Ayam al-Akhira fi Hayat al-Kulafa", Dar al-Kitab al-Arabi, 1st ed., 1998, p. 236
  2. "الوليد بن عبد الملك"ويكيبيديا (আরবি ভাষায়)। ২০২২-০৭-১৮। 
  3. "الوليد بن عبد الملك"ويكيبيديا (আরবি ভাষায়)। ২০২২-০৭-১৮। 
পূর্বসূরী
আবদুল মালিক ইবনে মারওয়ান
খলিফা
৭০৫–৭১৫
উত্তরসূরী
সুলাইমান ইবনে আবদুল মালিক
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়া২০২৪ কোপা আমেরিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপরবীন্দ্রনাথ ঠাকুরব্রাজিল জাতীয় ফুটবল দলবাংলাদেশকোপা আমেরিকাফিফা বিশ্ব র‌্যাঙ্কিংশেখ মুজিবুর রহমানআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলক্লিওপেট্রাকাজী নজরুল ইসলামএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশের সাপের তালিকাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতরুণ রাম ফুকনছয় দফা আন্দোলনউয়েফা ইউরো ২০২৪বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ২০২১–২২ আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফররাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)সুন্দরবনমিয়া খলিফাবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভূমি পরিমাপবাংলা ভাষাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলআফগানিস্তানলালনশাকিব খানবাংলা ভাষা আন্দোলনবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ভারতআবহাওয়াপদ্মা সেতু