ফ্রাংকলিন পিয়ের্স

মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি

ফ্রাংকলিন পিয়ের্স (২৩ নভেম্বর ১৮০৪ – ৮ অক্টোবর ১৮৬৯) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি। তিনি ১৮৫৩ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন। তিনি দাসপ্রথা বিলোপ আন্দোলনকে জাতীয় ঐক্যের জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করতেন। তিনি কানসাস-নেব্রাস্কা চুক্তিতে স্বাক্ষর করে দাসপ্রথা বিরোধী দলের কাছে অধিকার হস্তান্তর করেন এবং ফিউজিটিভ স্লেভ আইন পাস করেন। তবুও তিনি উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হন, যা মার্কিন গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়।

ফ্রাংক্‌লিন পিয়ের্স

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফ্রাংকলিন পিয়ের্স ১৮০৪ সালের ২৩শে নভেম্বর নিউ হ্যাম্পশায়ারের হিলসবরার লং কেবিনে জন্মগ্রহণ করেন। তিনি টমাস পিয়ের্সের ষষ্ঠ প্রজন্ম। টমাস ১৬৩৪ সালে ইংল্যান্ডের নরফোকের নরউইচ থেকে ম্যাসাচুসেটস বে কলনিতে আসেন। ফ্রাংকলিনের পিতা বেঞ্জামিন মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় একজন লেফটেন্যান্ট ছিলেন। তিনি যুদ্ধের পর ম্যাসাচুসেটসের চেমসফোর্ড থেকে হিলসবরাতে চলে যান এবং সেখান ৫০ একর জমি ক্রয় করেন। ফ্রাংকলিন ছিলেন বেঞ্জামিন ও তার দ্বিতীয় স্ত্রী অ্যানা কেন্ড্রিকের আট সন্তানের মধ্যে পঞ্চম। বেঞ্জামিনের প্রথম স্ত্রী এলিজাবেথ অ্যান্ড্রুজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। তার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। বেঞ্জামিন প্রখ্যাত ডেমোক্র্যাটিক-রিপাবলিকান আইন প্রণেতা, কৃষক ও ট্যাভার্ন-কিপার ছিলেন। পিয়ের্সের বাল্যকালে তার পিতা রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তাঁ বড় দুই ভাই ১৮১২ সালের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ২০২৪ কোপা আমেরিকাতুফান (২০২৪-এর চলচ্চিত্র)ব্রাজিল জাতীয় ফুটবল দলআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকোপা আমেরিকালালসালু (উপন্যাস)ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংরবীন্দ্রনাথ ঠাকুরসিরাজউদ্দৌলাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানবাংলাদেশআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকাজী নজরুল ইসলামবিধানচন্দ্র রায়বিলাসীশ্রীকান্ত জিচকরবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছয় দফা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এদক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলদ্রৌপদী মুর্মুবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাসুন্দরবনচন্দ্রবোড়াকল্কি ২৮৯৮ এডিমাইকেল মধুসূদন দত্তরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)লালনভূমি পরিমাপসাইবার অপরাধফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাক্রিকেট বিশ্বকাপ ফাইনালের তালিকামিয়া খলিফাপলাশীর যুদ্ধ