ভিক্তর ভালদেস

স্পেনীয় ফুটবলার

ভিক্তর ভালদেস ই আরিবাস (স্পেনীয়: Víctor Valdés, স্পেনীয় উচ্চারণ: [ˈbiktor βalˈdes aˈriβas]; জন্ম ১৪ জানুয়ারি ১৯৮২) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি গোলরক্ষক হিসেবে খেলেছেন এবং বর্তমানে মাদ্রিদভিত্তিক ফুটবল ক্লাব ইডি মোরাতালেজ এর যুব প্রকল্পের কোচ হিসেবে দায়িত্বরত আছেন।

ভিক্তর ভালদেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামভিক্তর ভালদেস ই আরিবাস
জন্ম (1982-01-14) ১৪ জানুয়ারি ১৯৮২ (বয়স ৪২)
জন্ম স্থানএল’হসপিতালেত দি লোব্রেগাত, স্পেন
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থানগোলরক্ষক
যুব পর্যায়
১৯৯২বার্সেলোনা
১৯৯২–১৯৯৫তেনেরিফ
১৯৯৫–২০০০বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০০বার্সেলোনা সি১৬(০)
২০০০–২০০৩বার্সেলোনা বি৭৭(০)
২০০২–২০১৩বার্সেলোনা৩৮৭(০)
২০০২–২০১৪ম্যানচেস্টার ইউনাইটেড৩৮৭(০)
২০১৬→স্ট্যান্ডার্ড লিগ (ধারে)(০)
২০১৬-২০১৭মিডলসবরো২৮(০)
মোট৫১৫(০)
জাতীয় দল
২০০০–২০০১স্পেন অনূর্ধ্ব ১৮১১(০)
২০০১স্পেন অনূর্ধ্ব ১৯(০)
২০০১স্পেন অনূর্ধ্ব ২০(০)
২০০২–২০০৩স্পেন অনূর্ধ্ব ২১১১(০)
২০১০–২০১৪স্পেন২০(০)
২০০১–২০১৪কাতালুনিয়া১২(০)
পরিচালিত দল
২০১৮–মোরতালেজ (যুব প্রকল্প)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তাকে বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে গন্য করা হয়, যিনি বার্সেলোনার হয়ে উনিশটি শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে পাঁচটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি কোপা দেল রে শিরোপা। তিনি রেকর্ড পাঁচবার জামোরা ট্রফি জিতেছেন। তিনি গোলরক্ষক হিসেবে বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি খেলায় মাঠে নেমেছেন। ২০০২–০৩ মৌসুমে মূল দলে যোগ দেওয়ার পূর্বে তিনি যুব দলে ও বার্সেলোনা বি দলে খেলেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ভালদেস জন্মগ্রহণ করেন বার্সেলোনার এল’হসপিতালেত দি লোব্রেগাত শহরে। তার বাবার নাম হোসে ম্যানুয়েল ভালদেস এবং মা’র নাম অ্যাগুয়েদা এরিবাস। তার বড় ভাইয়ের নাম রিকার্দো এবং ছোট ভাইয়ের নাম অ্যালভারো। ভালদেস তার ক্যারিয়ার শুরু করেন বার্সেলোনার যুব দলে। ১৯৯২ সালের ১ জুলাই তিনি যুব দলে যোগ দেন। কিন্তু সেপ্টেম্বরে, তিনি তার পরিবারের সাথে তেনেরিফে চলে যান এবং ক্লাব ছেড়ে দেন। তিন বছর পর তিনি আবার বার্সেলোনায় ফিরে আসেন। ফিরে আসার পর যুব দলে তিনি খুব দ্রুতই উন্নতি করতে থাকেন।

বার্সেলোনা

সম্পাদনা

আন্তর্জাতিক ক্যারিয়ার

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ কোপা আমেরিকাবিশেষ:অনুসন্ধানবিধানচন্দ্র রায়তুফান (২০২৪-এর চলচ্চিত্র)রবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকোপা আমেরিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলদক্ষযজ্ঞকাজী নজরুল ইসলামসিরাজউদ্দৌলামীর জাফর আলী খানবাংলাদেশশেখ মুজিবুর রহমানসাঁওতাল বিদ্রোহফিফা বিশ্ব র‌্যাঙ্কিংসরকারলালসালু (উপন্যাস)বিরাট কোহলিব্রাজিল জাতীয় ফুটবল দলছয় দফা আন্দোলন২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসিধু কানুএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)উয়েফা ইউরো ২০২৪বাংলা ভাষা আন্দোলনআবহাওয়ারোহিত শর্মারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)চন্দ্রবোড়াকল্কি ২৮৯৮ এডিআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতামিয়া খলিফাপলাশীর যুদ্ধসাইবার অপরাধপহেলা বৈশাখ