মামুনুর রশীদ

বাংলাদেশি অভিনেতা ও নাট্যকার

মামুনুর রশীদ (জন্ম: ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮)[১] একজন বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষণীয়। শ্রেণীসংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তিনি টিভির জন্যেও অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। বিভিন্ন সামাজিক ইস্যূ নিয়ে, শ্রেণীসংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তা অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও পরিবেশনা করে বাংলাদেশের নাট্য জগতে আলাদা স্থান করে নিয়েছেন।[২] নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভুষিত হন।[৩][৪][৫] ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার পেলেও স্বৈরশাসনের প্রতিবাদ স্বরূপ তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেন।

মামুনুর রশীদ
রাজশাহী কলেজে রাঢ়াঙ এর প্রদর্শনী শেষে মামুনুর রশীদ
২০১৭ সালে রাজশাহী কলেজে মামুনুর রশীদ
জন্ম (1948-02-29) ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮ (বয়স ৭৬)
ভাবনদত্ত, ঘাটাইল, টাঙ্গাইল, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশানাট্যকার, পরিচালক, অভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৬৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীগওহর আরা চৌধুরী
সন্তান
  • শাহনাজ মামুন (কন্যা)
  • আদিব রশীদ মামুন (পুত্র)
পিতা-মাতা
  • হারুনুর রশীদ (পিতা)
  • রোকেয়া খানম (মাতা)
আত্মীয়কামরুল হাসান খান (ভাই)
পুরস্কার

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি মামুনুর রশীদ টাঙ্গাইল জেলার কালিহাতির পাইকড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।[৬][৭] বাবা হারুনুর রশীদ ডাক বিভাগে সরকারি চাকরি করতেন। সেই সুবাদে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজে লেখাপড়া করেছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিভাগে ডিপ্লোমা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৮]

নাট্যজীবন

সম্পাদনা

১৯৬৭ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। সেসময় কমেডি নাটকও তিনি লিখতেন। নাট্যশিল্পের প্রতি তার প্রকৃত ভালবাসা শুরু হয় টাঙ্গাইলে তার নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে তার নিবিড় পরিচয়ের সূত্র ধরে। তার যাত্রার অভিনয় অভিজ্ঞতা তার নাট্যভাবনাকে খুবই প্রভাবিত করেছিল। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। মুক্তিযুদ্ধকালীন তিনি তার প্রথম রচিত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চায়নের চেষ্টা করেন; কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করায়, নাটকটি আর তখন অভিনীত হয়নি। পরে নাটকটি ১৯৭২ সালে বাংলাদেশে অভিনীত হয়।[৯] সেই সময়টাও তার নাট্যচর্চায় প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। মুক্তিযুদ্ধের পর শুরু হয় তার আরেক নাট্যসংগ্রাম ‘মুক্ত নাটক আন্দোলন’। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল[১০] তিনি টিভির জন্যে অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন।

উল্লেখযোগ্য নাট্যকর্ম

সম্পাদনা
বছরনাটকধরন
১৯৭২পশ্চিমের সিঁড়িমঞ্চ নাটক
১৯৭৪গন্ধর্ব নগরীমঞ্চ নাটক
১৯৭৬ওরা কদম আলীমঞ্চ নাটক
১৯৮১ওরা আছে বলেইমঞ্চ নাটক
১৯৮৩ইবলিশমঞ্চ নাটক
১৯৮৪এখানে নোঙরমঞ্চ নাটক
১৯৮৫গিনিপিগমঞ্চ নাটক
১৯৮৬অববাহিকামঞ্চ নাটক
১৯৯১মানুষমঞ্চ নাটক
১৯৯৩পাথরমঞ্চ নাটক
১৯৯৪পাবলিকমঞ্চ নাটক
১৯৯৫জয় জয়ন্তীমঞ্চ নাটক
১৯৯৫লেবেদেফমঞ্চ নাটক
সংক্রান্তিমঞ্চ নাটক
১৯৯৭রাষ্ট্র বনামমঞ্চ নাটক
চে’র সাইকেলমঞ্চ নাটক
১৯৮১রাঢ়াংমঞ্চ নাটক
১৯৯৯ভঙ্গবঙ্গমঞ্চ নাটক
২০১৩টার্গেট প্লাটুনমঞ্চ নাটক
২০২১কহে ফেসবুকমঞ্চ নাটক
১৯৯৯সুন্দরীধারাবাহিক টিভি নাটক
অলসপুরধারাবাহিক টিভি নাটক
মুর্দা ফরেশটিভি নাটক

অভিনীত চলচ্চিত্রসমূহ

সম্পাদনা

মামুনুর রশীদ নাটক রচনা ও নির্দেশনার পাশাপাশি অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্র

সম্পাদনা
বছরশিরোনামচরিত্রপরিচালকমন্তব্য
২০২৪মায়াঅনিমেষ আইচদীপ্ত প্লে ওয়েব চলচ্চিত্র
২০২৩পাতালঘরবাসুদেবনূর ইমরান মিঠুচরকি ওয়েব চলচ্চিত্র
১৯৭১ সেই সব দিনহৃদি হক
২০২২দেশান্তরআশুতোষ সুজন
২০২১অলাতচক্রহাবিবুর রহমান
২০২০গোরঅতিথি শিল্পীগাজী রাকায়েত
২০১৯মায়াবতীঅরুণ চৌধুরী
২০১৮অর্পিতাশাহরিয়ার নাজিম জয়
আলতা বানুঅরুণ চৌধুরী
২০১৭ভুবন মাঝিবড় হুজুরফাখরুল আরেফিন খানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চলচ্চিত্র
খাঁচাআকরাম খানহাসান আজিজুল হক রচিত ছোটগল্প খাঁচা অবলম্বনে
সুলতানা বিবিয়ানাহিমেল আশরাফ
মেয়েটি এখন কোথায় যাবেসুবল বণিকনাদের চৌধুরী৪টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত
২০১৬শঙ্খচিলগৌতম ঘোষ১৯৪৭ এর দেশভাগের প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত
২০১৫মহুয়া সুন্দরীহারেস মিয়ারওশন আরা নীপাদ্বিজ কানাই কর্তৃক

মহুয়া সুন্দরী

নদীজনফতেহ আলী খানশাহনেওয়াজ কাকলীশেখ জহুরুল হকের গুণ উপন্যাসের কাহিনি অবলম্বনে
২০১৪একাত্তরের ক্ষুদিরামপ্রধান শিক্ষকমান্নান হীরা
নেকাব্বরের মহাপ্রয়াণমুন্সীমাসুদ পথিকনির্মলেন্দু গুণ রচিত নেকাব্বরের মহাপ্রয়াণ কবিতা অবলম্বনে
হরিজনমির্জা সাখাওয়াত হোসেন
২০১৩মৃত্তিকা মায়াগাজী রাকায়েতজাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত
২০১২ফিরে এসো বেহুলাতানিম নূর
২০০৯প্রিয়তমেষুমিজানের উকিলমোরশেদুল ইসলামহুমায়ূন আহমেদ রচিত প্রিয়তমেষু উপন্যাস অবলম্বনে
মনপুরাগাজীগিয়াস উদ্দিন সেলিমজাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত
২০০৬রূপকথার গল্পওসি বাকাউলতৌকীর আহমেদ
২০০৩আধিয়ারশ্যাম দয়ালসাইদুল আনাম টুটুলতেভাগা আন্দোলনের পটভূমিতে নির্মিত
২০০০কিত্তনখোলাসুবল দাসআবু সাইয়ীদসেলিম আল দীন রচিত কিত্তনখোলা নাটক অবলম্বনে

পুরস্কার

সম্পাদনা

নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মামুনুর রশীদ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। স্বৈরশাসনের প্রতিবাদ স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানও করেন। তাঁর উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে-

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আজ মামুনুর রশীদের ১৮তম জন্ম‌দিন"যুগান্তর। ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "একজন মামুনূর রশীদ"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১ 
  3. "মামুনুর রশীদ - বিষয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬ 
  4. "প্রথম বাংলাদেশি মামুনুর রশীদ"সমকাল। ২০১৯-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬ 
  5. "মামুনুর রশীদের একক অভিনয়"www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. জনকণ্ঠ, দৈনিক। "মামুনুর রশীদ জন্মজয়ন্তী আজ"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৫ 
  7. "চার বছর পর আবার 'মামুনুর রশীদ জন্মোৎসব'"Dainikbangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৫ 
  8. "শুভ জন্মদিন মামুনুর রশীদ, সমকাল, ২৯ ফেব্রুয়ারি ২০২০"। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২ 
  9. বুলবুল, বোরহান (২০১৪)। বাংলাদেশের নাটকে নিম্নবর্গ (১৯৭১-২০০০) (প্রথম সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৭। 
  10. "নাট্যাঙ্গনে মামুনুর রশীদ"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ২০২৪ কোপা আমেরিকারবীন্দ্রনাথ ঠাকুরচন্দ্রবোড়াআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলাদেশতরুণ রাম ফুকনকোপা আমেরিকাউয়েফা ইউরো ২০২৪কাজী নজরুল ইসলামশেখ মুজিবুর রহমানদ্রৌপদী মুর্মুএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মিয়া খলিফাকল্কি ২৮৯৮ এডিসরকারলালসালু (উপন্যাস)রাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)শাকিব খানভূমি পরিমাপব্রাজিল জাতীয় ফুটবল দলছয় দফা আন্দোলনসিরাজউদ্দৌলাভারতফিফা বিশ্ব র‌্যাঙ্কিংবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলাদেশ রেলওয়েইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনআবহাওয়াবাংলা ভাষাউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবাংলাদেশের সাপের তালিকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধপ্রভিডেন্স স্টেডিয়াম