মেজর খালেদ’স ওয়ার

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেজর খালেদ মোশাররফের তৎপরতা নিয়ে প্রামাণ্যচিত্র

মেজর খালেদ'স ওয়ার (ইংরেজিঃ Major Khaled's War, অনুবাদঃ মেজর খালেদের যুদ্ধ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের কে-ফোর্সের অধিনায়ক মেজর খালেদ মোশাররফ ও তার বাহিনীর সম্মুখ সমর তৎপরতা নিয়ে নির্মিত ইংরেজি প্রামাণ্যচিত্র[১] ১৯৭১ সালে যুক্তরাজ্যের গ্রানাডা টেলিভিশনের তথ্যচিত্র ধারাবাহিক 'ওয়ার্ল্ড ইন অ্যাকশন'-এর একটি পর্ব হিসেবে প্রচারের জন্য টিভি সাংবাদিক ভানিয়া সারাহ কিউলি'র পরিচালনায় তথ্যচিত্রটি ধারণ করা হয়। তথ্যচিত্রটি বিদেশীদের দ্বারা নির্মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাজ্বল্যমান দলিল গুলির মধ্যে অন্যতম।[২]

মেজর খালেদ'স ওয়ার
Major Khaled's War
ভানিয়া কিউলিকে সাক্ষাৎকার দিচ্ছেন মেজর খালেদ
পরিচালকভানিয়া সারাহ কিউলি
প্রযোজক
  • নির্বাহী প্রযোজক
  • জেরেমি অয়ালিংটন
  • প্রযোজক
  • গীতা মেহতা
রচয়িতাভানিয়া সারাহ কিউলি
বর্ণনাকারীভানিয়া সারাহ কিউলি
চিত্রগ্রাহকমাইক হোয়াটটেকার
সম্পাদককেলভিন হেনড্রি
প্রযোজনা
কোম্পানি
গ্রানাডা টেলিভিশন
পরিবেশকগ্রানাডা টেলিভিশন
মুক্তি
  • ১২ জুলাই ১৯৭১ (1971-07-12)
স্থিতিকাল২৬ মিনিট ১৮ সেকেন্ড
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি

কলাকুশলী

সম্পাদনা

জেরেমি অয়ালিংটন ও ভারতীয় বংশোদ্ভূত লেখক ও টেলিভিশন সাংবাদিক গীতা মেহতা প্রামাণ্যচিত্রটির নির্বাহী প্রযোজক ও প্রযোজকের দায়িত্ব পালন করেন। ভানিয়া কিউলি এই প্রামাণ্যচিত্রের পরিচালনার পাশাপাশি সম্পূর্ণ প্রতিবেদন তৈরী ও বর্ণনা করেন। চিত্র সম্পাদনা করেন কেলভিন হেনড্রি। এছাড়া পিটার ওয়াকার ডাবিং সম্পাদনা করেন।

এক নজরে এই প্রামাণ্য চিত্রের সকল কুশলীদের তালিকা নিম্নরূপঃ

  • নির্বাহী প্রযোজক - জেরেমি অয়ালিংটন
  • প্রযোজক - গীতা মেহতা
  • পরিচালক - ভানিয়া কিউলি
  • বর্ণনাকারী - ভানিয়া কিউলি
  • চিত্রগ্রাহক - মাইক হোয়াটটেকার
  • শব্দ গ্রাহক - কলিন রিচার্ডস
  • চিত্র সম্পাদক - কেলভিন হেনড্রি
  • ডাবিং সম্পাদক - পিটার ওয়াকার

নির্মাণ ইতিহাস ও প্রচার

সম্পাদনা

এই প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য গ্রানাডা টেলিভিশনের প্রতিবেদক ভানিয়া কিউলি, চিত্রগ্রাহক মাইক হোয়াটটেকার ও শব্দগ্রাহক কলিন রিচার্ডস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময় ১৯৭১ সালের জুন মাসে তৎকালীন মেজর খালেদ মোশাররফ ও তার পদাতিক সহযোগীদের সাথে আটদিন রণাঙ্গনে অবস্থান করেন।[১] এসময় বৃহত্তর সিলেট, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে কে-ফোর্সের অধীনে মুক্তিবাহিনীর যুদ্ধ তৎপরতা; আখাউড়া, মন্দভাগ এলাকার রেল-সড়ক ও তার আশে পাশে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র গেরিলাযুদ্ধ ও রণকৌশল প্রণয়ন, মেজর খালেদ মোশাররফ ও মেজর আবদুস সালেক চৌধুরী সহ মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি বাহিনীর হাতে শহিদ ও লুট হওয়া পরিবারের সদস্যদের সাক্ষাৎকার চিত্রায়ণ করা হয়।[৩]:১৩০,১৩১ ১৯৭১ সালের ১২ জুলাই গ্রানাডা টেলিভিশনের তথ্যচিত্র ধারাবাহিক 'ওয়ার্ল্ড ইন অ্যাকশন'-এর সপ্তম মৌসুমের একচল্লিশতম পর্ব হিসেবে প্রামাণ্যচিত্রটি প্রচার করা হয়।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
  1. ইউটিউবে মেজর খালেদ'স ওয়ার
  2. ইন্টারনেট মুভি ডেটাবেজে মেজর খালেদ’স ওয়ার (ইংরেজি)
  3. মেজর খালেদ’স ওয়ার: সম্মুখ সমরে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ২০২৪ কোপা আমেরিকাতুফান (২০২৪-এর চলচ্চিত্র)ব্রাজিল জাতীয় ফুটবল দলআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকোপা আমেরিকালালসালু (উপন্যাস)ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংরবীন্দ্রনাথ ঠাকুরসিরাজউদ্দৌলাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানবাংলাদেশআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকাজী নজরুল ইসলামবিধানচন্দ্র রায়বিলাসীশ্রীকান্ত জিচকরবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছয় দফা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এদক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলদ্রৌপদী মুর্মুবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাসুন্দরবনচন্দ্রবোড়াকল্কি ২৮৯৮ এডিমাইকেল মধুসূদন দত্তরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)লালনভূমি পরিমাপসাইবার অপরাধফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাক্রিকেট বিশ্বকাপ ফাইনালের তালিকামিয়া খলিফাপলাশীর যুদ্ধ