সফটওয়্যার নির্মাতা

সফটওয়্যার নির্মাতা বা ইংরেজি পরিভাষায় সফটওয়্যার ডেভেলপার (ইংরেজি: Software developer) বলতে এমন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যিনি বা যাঁরা কোনও না কোনওভাবে সফটওয়্যার নির্মাণ প্রক্রিয়ার (Software development process সফটওয়্যার ডেভলপমেন্ট প্রসেস) সাথে যুক্ত। একজন সফটওয়্যার নির্মাতা শুধু সফটওয়্যারের নকশা প্রণয়ন (Software design সফটওয়্যার ডিজাইন) এবং কোডলিখন-ই (Coding কোডিং) নয়, বরং কম্পিউটার প্রোগ্রামিং, সফটওয়্যার প্রকল্প ব্যবস্থাপনা (Software project management সফটওয়্যার প্রোজেক্ট ম্যানেজমেন্ট), ইত্যাদি বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারেন। এমনকি সফটওয়্যার পণ্য ব্যবস্থাপনা (Software product management সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্ট) সংক্রান্ত কার্যক্রমের সাথে যুক্ত থাকাও সফটওয়্যার নির্মাতার কাজ। তিনি পৃথকভাবে নির্দিষ্ট কোন প্রোগ্রামিং উপাদানের (Component কম্পোনেন্ট) সাথে যুক্ত থাকার পাশাপাশি সামগ্রিকভাবে সফটওয়্যার অথবা অ্যাপলিকেশনটির ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকতে পারেন। সাধারণভাবে একজন দলনেতার অধীনে প্রোগ্রামলেখকেরা কাজ করে থাকেন, তবে স্ব-নিযুক্ত চাকুরিজীবী (Freelancer ফ্রিল্যান্সার) হিসাবে কাজ করার সময় এই পদ্ধতির কিছুটা ব্যতিক্রম লক্ষ করা যায়।

ফেইসবুক সফটওয়্যারের নির্মাতা মার্ক জুকারবার্গ।

সফটওয়্যার নির্মাতা হলেন সেই ব্যক্তি যিনি একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার নির্মাণ করেছেন এবং যিনি সফটওয়্যার নির্মাণের প্রতিটি ধাপের সাথে সম্পৃক্ত ছিলেন। তবে এক্ষেত্রে সফটওয়্যারটিকে অবশ্যই সাধারণ কোন প্রোগ্রাম হলে চলবে না। সাধারণভাবে সফটওয়্যার নির্মাতার সাথে আরও যারা সম্পৃক্ত থাকেন তারা হলেন সফটওয়্যার বিশ্লেষক (Software analyst সফটওয়্যার অ্যানালিস্ট) এবং সফটওয়্যার প্রকৌশলী (Software engineer সফটওয়্যার ইঞ্জিনিয়ার)।

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ কোপা আমেরিকাজয়নুল আবেদিনকোপা আমেরিকাতুফান (২০২৪-এর চলচ্চিত্র)কামরুল হাসানআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলব্রাজিল জাতীয় ফুটবল দলবাংলাদেশস্বামী বিবেকানন্দসাইবার অপরাধঅপারেটিং সিস্টেমএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)রজনী (উপন্যাস)কাজী নজরুল ইসলামফিফা বিশ্ব র‌্যাঙ্কিংরমেশ শীলওবায়দুল হাসানআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাআবহাওয়াকম্পিউটারমিয়া খলিফাক্লাউড কম্পিউটিংফার্মওয়্যারশেখ মুজিবুর রহমান২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিচন্দ্রবোড়া২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপভূমি পরিমাপউয়েফা ইউরো ২০২৪ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনভারতউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাছয় দফা আন্দোলনলোকশিল্পপহেলা বৈশাখ