হিউ ব্রমলি-ডেভেনপোর্ট

ইংরেজ ক্রিকেটার

হিউ রিচার্ড ব্রমলি-ডেভেনপোর্ট, ওবিই (ইংরেজি: Hugh Bromley-Davenport; জন্ম: ১৮ আগস্ট, ১৮৭০ - মৃত্যু: ২৩ মে, ১৯৫৪) চেশায়ারের কেপসথর্ন হল এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৬ থেকে ১৮৯৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের পক্ষে খেলেছেন তিনি। এছাড়াও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন তিনি। দলে মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতি ফাস্ট বোলিং করতেন হিউ ব্রমলি-ডেভেনপোর্ট

হিউ ব্রমলি-ডেভেনপোর্ট
আনুমানিক ১৮৯৫ সালের গৃহীত স্থিরচিত্রে হিউ ব্রমলি-ডেভেনপোর্ট
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৮৭০-০৮-১৮)১৮ আগস্ট ১৮৭০
কেপসথর্ন হল, চেশায়ার, ইংল্যান্ড
মৃত্যু২৩ মে ১৯৫৪(1954-05-23) (বয়স ৮৩)
দক্ষিণ কেনসিংটন, লন্ডন, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টএফসি
ম্যাচ সংখ্যা৭৬
রানের সংখ্যা১২৮১,৮০১
ব্যাটিং গড়২১.৩৩১৮.৩৭
১০০/৫০০/১০/১১
সর্বোচ্চ রান৮৪৯১
বল করেছে১৫৫৬,৯১০
উইকেট১৮৭
বোলিং গড়২৪.৫০১৭.৯২
ইনিংসে ৫ উইকেট১২
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং২/৪৬৭/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং১/০৪৮/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ জানুয়ারি ২০১৯

প্রথম বিশ্বযুদ্ধে রয়্যাল ইঞ্জিনিয়ার্স হিসেবে কাজ করেছেন। যুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওবিই পদবীতে ভূষিত হন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

এটন কলেজে অধ্যয়ন শেষে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেছেন।[১] ১৮৯২ থেকে ১৮৯৩ সময়কালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন হিউ ব্রমলি-ডেভেনপোর্ট। এরপর ১৮৯৬ থেকে ১৮৯৮ সাল পর্যন্ত মিডলসেক্সের পক্ষে খেলেছেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে চার টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। অংশগ্রহণকৃত চার টেস্টের সবকটিতেই প্রতিপক্ষীয় দল ছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৯৫-৯৬ মৌসুমে স্যার টিম ও’ব্রায়ানের নেতৃত্বে ইংরেজ দল তিন টেস্ট নিয়ে গড়া সিরিজ খেলার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা গমন করে। ১৩ ফেব্রুয়ারি, ১৮৯৬ তারিখে পোর্ট এলিজাবেথের ক্রুসেডার্স গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক ঘটে তার। ঐ টেস্টে দক্ষিণ আফ্রিকার পক্ষে - এফ.জে. কুক, আর.এ. গ্লিসন, সি.এফ.ডব্লিউ. হাইম, জে. মিডলটন, আর.এম. পুর, জে.এইচ. সিনক্লেয়ার, জে.টি. উইলোবি এবং ইংল্যান্ডের পক্ষে - এইচ.আর. ব্রোমলি-ডেভেনপোর্ট, এইচ.আর. বাট, সি. বি. ফ্রাই, দ্য সেভেন্থ লর্ড হক, টি.ডব্লিউ. হেওয়ার্ড, এ.জে.এল. হিল, এ.এম. মিলার, সি.ডব্লিউ. রাইট, এস.এম.জে. উডসের একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়েছিল।

দক্ষিণ আফ্রিকার এ. বি. ট্যানক্রেড, ইন্স, রিচার্ডস ও রো - সম্পূর্ণরূপেই ব্যর্থ হয়েছিলেন। জর্জ লোহম্যান দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিংশৈলী উপহার দেন। হ্যাট্রিকসহ ৮/৭ করেন ও স্বাগতিকদেরকে মাত্র ৩০ রানে গুটিয়ে দেন। দক্ষিণ আফ্রিকার ঐ ইনিংসটি ১৯৫৪-৫৫ মৌসুমে নিউজিল্যান্ডের ২৬ রান করা পর্যন্ত সর্বনিম্ন দলীয় ইনিংসরূপে স্বীকৃতি পায়। খেলায় তার দল ২৮৮ রানে বিজয়ী হয়েছিল।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

টেস্ট ক্রিকেটারদের মধ্যে লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণের সাথে যৌথভাবে দীর্ঘ বংশগত নাম ধারণ করে আছেন হিউ ব্রমলি-ডেভেনপোর্ট। ২৩ মে, ১৯৫৪ তারিখে ৮৩ বছর বয়সে লন্ডনের দক্ষিণ কেনসিংটন এলাকায় হিউ ব্রমলি-ডেভেনপোর্টের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bromley-Davenport, Hugh Richard (BRMY889HR)"A Cambridge Alumni Databaseকেমব্রিজ বিশ্ববিদ্যালয় 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানতুফান (২০২৪-এর চলচ্চিত্র)২০২৪ কোপা আমেরিকারবীন্দ্রনাথ ঠাকুরচন্দ্রবোড়াকোপা আমেরিকাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাংলাদেশফিফা বিশ্ব র‌্যাঙ্কিংশেখ মুজিবুর রহমানকাজী নজরুল ইসলাম২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপউয়েফা ইউরো ২০২৪ব্রাজিল জাতীয় ফুটবল দলসুন্দরবনলালনতরুণ রাম ফুকনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমিয়া খলিফাছয় দফা আন্দোলনমুজিবনগরশিল্প বিপ্লবভূমি পরিমাপউয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাওম বিড়লাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসাইবার অপরাধবাংলাদেশের সাপের তালিকা২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এবাংলা বাগধারার তালিকাআবহাওয়ারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)শাকিব খানবাংলা ভাষাআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা