সঞ্জীবা রানাতুঙ্গা

শ্রীলঙ্কান ক্রিকেটার
(Sanjeeva Ranatunga থেকে পুনর্নির্দেশিত)

সঞ্জীবা রানাতুঙ্গা (সিংহলি: සංජීව රණතුංග; জন্ম: ২৫ এপ্রিল, ১৯৬৯) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার, রেফারি ও ধারাভাষ্যকার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৭ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

সঞ্জীবা রানাতুঙ্গা
සංජීව රණතුංග
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সঞ্জীবা রানাতুঙ্গা
জন্ম (1969-04-25) ২৫ এপ্রিল ১৯৬৯ (বয়স ৫৫)
কলম্বো, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান, রেফারি, ধারাভাষ্যকার
সম্পর্কঅর্জুনা রানাতুঙ্গা (ভ্রাতা)
নিশান্ত রানাতুঙ্গা (ভ্রাতা)
দাম্মিকা রানাতুঙ্গা (ভ্রাতা)
প্রসন্ন রানাতুঙ্গা (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬২)
২৬ আগস্ট ১৯৯৪ বনাম পাকিস্তান
শেষ টেস্ট২০ জুন ১৯৯৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮১)
৩ আগস্ট ১৯৯৩ বনাম পাকিস্তান
শেষ ওডিআই১৪ জানুয়ারি ১৯৯৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআই
ম্যাচ সংখ্যা১৩
রানের সংখ্যা৫৩১২৫৩
ব্যাটিং গড়৩৩.১৮২৩.০০
১০০/৫০২/২-/২
সর্বোচ্চ রান১১৮৭০
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট-
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং২/-২/-

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কোল্টস, নন্দেস্ক্রিপ্টসসিংহলীজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি।

শৈশবকাল

সম্পাদনা

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেট অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, দম্মিকা রানাতুঙ্গা, নিশান্ত রানাতুঙ্গা ও প্রসন্ন রানাতুঙ্গা সম্পর্কে তার সহোদর ভ্রাতা।

আনন্দ কলেজে অধ্যয়ন করেন। বিদ্যালয় পর্যায়ে বেশ রান তুলেছেন। আনন্দ কলেজের অধিনায়কের দায়িত্ব পালনসহ শ্রীলঙ্কান এ দলের পক্ষে বেশ কয়েকবার অংশ নিয়েছেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

১৯৮৮-৮৯ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত সঞ্জীবা রানাতুঙ্গা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সুপরিচিত ও জনপ্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা অর্জুনা রানাতুঙ্গা’র ন্যায় সঞ্জীবা রানাতুঙ্গা কখনো আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে, ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে প্রতিভাবান বামহাতি ব্যাটসম্যান হিসেবে সুনাম কুড়িয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে নয়টিমাত্র টেস্ট ও তেরোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন সঞ্জীবা রানাতুঙ্গা। ২৬ আগস্ট, ১৯৯৪ তারিখে ক্যান্ডিতে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০ জুন, ১৯৯৭ তারিখে কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৯৪ সালে নিজ দেশে পাকিস্তানের মুখোমুখি হন। একদিনের সিরিজে বেশ ভালোমানের খেলা উপহার দেন। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নিজস্ব দ্বিতীয় খেলায় ৭০ রান তুলেন। পরবর্তীতে, একদিনের আন্তর্জাতিকে এটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস হিসেবে রয়ে যায়। এরফলে, তার দল ৭ উইকেটের ব্যবধানে জয়লাভে সমর্থ হয়।[১] এ ইনিংসের কল্যাণে তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। এরপর থেকেই তার খেলার মানের ক্রমাবনতি হতে থাকে। ফলশ্রুতিতে, ১৩টি ওডিআইয়ে অংশ নেয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে বিদেয় নিতে হয়। জানুয়ারি, ১৯৯৬ সালে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।

তবে, তুলনামূলকভাবে টেস্ট ক্রিকেটে বেশ সফলতা পেয়েছিলেন। টেস্ট খেলাগুলোয় দুইটি শতরানের ইনিংস খেলেছেন। ১৯৯৪ সালে জিম্বাবুয়ে সফরে হারারে স্পোর্টস ক্লাবকুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নিজস্ব দ্বিতীয় ও তৃতীয় টেস্টে উপর্যুপরী টেস্ট শতক করেন। তবে, উভয় টেস্টই ড্রয়ে পরিণত হয়েছিল। সাত টেস্ট শেষে তার ব্যাটিং গড় দাঁড়ায় ৫৯.৭১। ফলশ্রুতিতে, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া গমন করার সুযোগ লাভ করেন।

১৯৯৬ সালে অস্ট্রেলিয়া গমন করেন। অ্যাডিলেড টেস্টে ৬০ ও ৬৫ রানের মূল্যবান ইনিংস খেলেন। কিন্তু, আন্তর্জাতিক অঙ্গনে তিনি বেশ প্রতিকূল অবস্থার মুখোমুখি হন। ফলে, তাকে দলের বাইরে রাখতে বাধ্য করা হয়। জুন, ১৯৯৭ সালে বিতর্কিতভাবে তাকে জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়। দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ গমন করেন। কিন্তু, একটি খেলায় দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শন করায় তাকে আর দলে রাখা হয়নি।

পরিসংখ্যান

সম্পাদনা

টেস্ট শতক

সম্পাদনা
সঞ্জীবা রানাতুঙ্গা’র টেস্ট শতক
ক্রমিকরানখেলাপ্রতিপক্ষশহর/দেশমাঠতারিখফলাফল
[১]১১৮  জিম্বাবুয়ে হারারে, জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব১১ অক্টোবর, ১৯৯৪ড্র
[২]১০০*  জিম্বাবুয়ে বুলাওয়ে, জিম্বাবুয়েকুইন্স স্পোর্টস ক্লাব২০ অক্টোবর, ১৯৯৪ড্র

ওডিআইয়ে ম্যান অব দ্য ম্যাচ

সম্পাদনা
ক্রমিকপ্রতিপক্ষমাঠতারিখঅবদানফলাফল
পাকিস্তানআর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো৬ আগস্ট, ১৯৯৪৭০ (১১৬ বল: ৪x৪)  শ্রীলঙ্কা ৭ উইকেটে বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধান২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ২০২৪ কোপা আমেরিকাতুফান (২০২৪-এর চলচ্চিত্র)ব্রাজিল জাতীয় ফুটবল দলআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকোপা আমেরিকালালসালু (উপন্যাস)ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংরবীন্দ্রনাথ ঠাকুরসিরাজউদ্দৌলাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলশেখ মুজিবুর রহমানবাংলাদেশআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকাজী নজরুল ইসলামবিধানচন্দ্র রায়বিলাসীশ্রীকান্ত জিচকরবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধছয় দফা আন্দোলনএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)২০২৪ কোপা আমেরিকা গ্রুপ এদক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলদ্রৌপদী মুর্মুবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাসুন্দরবনচন্দ্রবোড়াকল্কি ২৮৯৮ এডিমাইকেল মধুসূদন দত্তরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)লালনভূমি পরিমাপসাইবার অপরাধফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাক্রিকেট বিশ্বকাপ ফাইনালের তালিকামিয়া খলিফাপলাশীর যুদ্ধ