রাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)

হিমেল আশরাফ পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র

রাজকুমার ২০২৪ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ, যা ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে মূখ্য ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান ও কোর্টনি কফি।[২] এটি প্রিয়তমা (২০২৩) চলচ্চিত্রের সফলতার পর শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনান ত্রয়ীর দ্বিতীয় প্রয়াস।[তথ্যসূত্র প্রয়োজন]

রাজকুমার
প্রচারণা পোস্টার
পরিচালকহিমেল আশরাফ
প্রযোজকআরশাদ আদনান
চিত্রনাট্যকারহিমেল আশরাফ
কাহিনিকারহিমেল আশরাফ
শ্রেষ্ঠাংশে
সুরকার
প্রযোজনা
কোম্পানি
ভার্সেটাইল মিডিয়া
পরিবেশকভার্সেটাইল মিডিয়া
মুক্তি
  • ১১ এপ্রিল ২০২৪ (2024-04-11)
স্থিতিকাল১৪৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়আনু.৮ কোটি[১]

পটভূমি

সম্পাদনা

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রার গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবিটি।

অভিনয়

সম্পাদনা

‘রাজকুমার’, ‘বরবাদ’ ও ‘আমি একাই রাজকুমার’ তিনটি গান প্রকাশিত হয়েছে। ছবিতে বালামকোনাল ‘রাজকুমার’, আলিফ ‘বরবাদ’ ও শামীম গেয়েছেন ‘আমি একাই রাজকুমার'।[৪] এছাড়াও জাহিদ আকবরের গীতি কথায় 'নিশানা' নামের গানে কন্ঠ দিয়েছেন রেহান রাসুল ও অবন্তী সিঁথি। আরো রয়েছে প্রিন্স মাহমুদের সুরে 'মা' গান, কণ্ঠ দিয়েছেন "প্রিয়তমা" চলচ্চিত্রের গান 'ঈশ্বর' খ্যাত শিল্পী রিয়াদ।


মুক্তি

সম্পাদনা

ছবিটি ২০২৪ সালের ঈদুল ফিতর উপলক্ষে ১১ এপ্রিল দেশব্যাপী ১২৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ।[৫][৬][৭]

২০২২ সালের ২৯ মার্চ চলচ্চিত্রটির প্রথম দর্শন (ফার্স্ট লুক) প্রকাশ পায়।[৮] ২০২৪ সালের ৪ এপ্রিল চলচ্চিত্রটি ১৪৫ মিনিটের আনকাট সেন্সর পায়।[৯][১০]

মূল্যায়ন

সম্পাদনা

দৈনিক দেশ রূপান্তরে সৈয়দ নাজমুস সাকিব রাজকুমার চলচ্চিত্রের গল্প চমৎকার বলে উল্লেখ করেছেন। চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফির পাশাপাশি তিনি শাকিব খানের অভিনয়েরও প্রশংসা করেন। তিনি লিখেন, "কমিক টাইমিং, ছোট্ট পজ নেওয়া, ইমোশনাল সিনে দারুণ কন্ট্রোলড পারফরম্যান্স সব মিলিয়ে শাকিব খান এখানে শাকিব খান ছিলেন না, প্রকৃতপক্ষেই স্যাম হয়ে উঠেছিলেন।" তাছাড়া তিনি একশন কোরিওগ্রাফি এবং মেকআপের সমালোচনা করেছে পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের অতিব্যবহারও উল্লেখ করেছেন তিনি।[১১] বাংলা ট্রিবিউনে রম্যলেখক, সাংবাদিক ও কবি আহসান কবির চলচ্চিত্রটিকে ১০-এর মধ্যে ৫ দিয়েছেন। তিনি ছবিটিকে প্রশ্নবিদ্ধ এক বিয়োগান্তক ছবি বলে উল্লেখ করেছেন। তিনি শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও ছবিটিতে বাণিজ্যিক উপাদানে সমৃদ্ধ হলেও গল্পের গাঁথুনি আধুনিক নয় বলে উল্লেখ করেছেন তিনি।[১২] সমকালে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সমদ্দার রাজকুমারকে জীবনের চেয়ে বড় হিসাবে উল্লেখ করেছেন। তিনি সিনেমাটোগ্রাফি, সংলাপ ও সাপোর্টং ক্যারেকটারের প্রশংসা করেছেন। এছাড়াও তিনি বিশেষভাবে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছেন। তর্কসাপেক্ষে এখন পর্যন্ত তাঁর সেরা অভিনয় হিসেবে উল্লেখ করেছেন। ছবিতে শেষ দৃশ্যে শাকিব খানের অভিনয়কে কাব্যিক অভিনয় হিসাবে উল্লেখ করেছেন।[১৩] দৈনিক কালের কণ্ঠে এক চিত্রসমালোচনায় হৃদয় আহমেদ রাজকুমার ছবিকে একটি সুন্দর-সামাজিক এবং সাবলীল ছবি বলে প্রশংসা করেছেন। তিনি গল্প, চিত্রনাট্য, সংলাপ, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ রাজকুমারের মেকিং বেশ ভালো বলে উল্লেখ করেছেন। তবে তিনি সাউন্ডট্র‍্যাক, সম্পাদনা ও অ্যাকশন দৃশ্যের সমালোচনা করেছেন।[১৪] বাংলা মুভি ডেটাবেজের ফাহিম মুন্তাসির ছবিটিকে ১০-এর মধ্যে ৭ প্রদান করেন। তিনি ছবিটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার প্রশংসা করেন, বিশেষকরে ক্লাইমেক্স সিনের। তবে তিনি মেকআপ, সাউন্ডট্র‍্যাক ও অ্যাকশন সিকুয়েন্সের সমালোচনা করেছেন।[১৫] বাংলা মুভি ডেটাবেজে আরেকটি রিভিউতে মারুফ ইমন ছবিটিকে ৪/৫ প্রদান করেন। তিনি অভিনেতাদের পারফরম্যান্স, সিনেমাটোগ্রাফি ও ক্লাইমেক্স সিনের প্রশংসা করেছেন। তবে তিনি মাত্রাতিরিক্ত বিজিএম ও স্লো স্ক্রিনপ্লের সমালোচনা করেছেন।[১৬]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঈদের কোন সিনেমা কত টাকায় নির্মিত হয়েছে, চলুন জেনে নেয়া যাক"সমকাল। ৯ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৪ 
  2. "'রাজকুমার' নির্মাতার জবাবদিহি ও দুঃখপ্রকাশ"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৮ 
  3. "'রাজকুমার' সিনেমায় তারিক আনাম খান"www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৮ 
  4. প্রতিবেদক, বিনোদন (২০২৪-০৪-০৮)। "'রাজকুমার' শাকিবকে যা বললেন 'প্রিয়তমা' ইধিকা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৮ 
  5. প্রতিবেদক, বিনোদন (২০২৪-০৪-১০)। "চূড়ান্ত ১১ সিনেমা, ২০৮ হল"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  6. Arts & Entertainment Desk (২০২৪-০৪-১১)। "Shakib Khan's 'Rajkumar' secures highest 127 halls, 'Omar' second"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  7. "শাকিবের ১২৭, রাজের ২১"www.kalerkantho.com। ২০২৪-০৪-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  8. "Facebook"www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৩ 
  9. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৪-০৪)। "সেন্সর পেলো শাকিবের 'রাজকুমার'"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৮ 
  10. "আনকাট সেন্সর পেল 'রাজকুমার'"সময় নিউজ। ৪ এপ্রিল ২০২৪। 
  11. সাকিব, সৈয়দ নাজমুস (২০২৪-০৪-২১)। "শাকিব খানের বদলে যাওয়া"Desh Rupantor। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১ 
  12. কবির, আহসান। "রাজকুমার: 'প্রশ্নবিদ্ধ' এক বিয়োগান্তক ছবি"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১ 
  13. সমদ্দার, সঞ্জয় (২০২৪-০৪-১৮)। "রাজকুমার: যেখানে মাস ও ক্লাস অডিয়েন্সকে খুশি করার চেষ্টা করা হয়েছে"Samakal। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১ 
  14. আহমেদ, হৃদয় (২০২৪-০৪-১৫)। "কেমন হলো শাকিব খানের 'রাজকুমার'?"Kaler Kantho। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১ 
  15. "রাজকুমার: আরেকবার আবেগী করবার চেষ্টা!"বাংলা মুভি ডেটাবেজ। ২০২৪-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১ 
  16. "রাজকুমার: নায়ক-পরিচালক-প্রযোজক তিনজনই জিতে গেলেন - বাংলা মুভি ডেটাবেজ"বাংলা মুভি ডেটাবেজ। ২০২৪-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী